ব্রেকিং:
মাওলানা ত্বহার হোয়াটসঅ্যাপ-ভাইভার অন; বন্ধ মোবাইল ফোন কে এই মাওলানা ত্বহার ২য় স্ত্রী সাবিকুন নাহার? আওয়ামীলীগের ধর্মীয় উন্নয়নকে ব্যাহত করতে ত্বহা ষড়যন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা ফেনীতে করোনার নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্যকর্মীরা ফেনীর বিভিন্নস্থানে মোবাইল কোটের অভিযান : ১৪ জনের দন্ড ফেনীতে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিয়েছে ছাত্রলীগ করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের ফেনীর ৭ সরকারি কলেজের একদিনের বেতন ত্রাণ তহবিলে ফেনী ধলিয়ায় গ্রাম পুলিশের বাড়িতে হামলা, আহত ২ মানসম্মত কোন ধাপ অতিক্রম করেনি গণস্বাস্থ্যের কিট পরিস্থিতি ঠিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ আপনিকি করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যকেন্দ্রের কিট ব্যবহারের বিপক্ষে? ফেনীতে বাড়তি দামে পণ্য বেচায় ৭ দোকানের জরিমানা দেশে করোনায় আক্রান্ত প্রায় সাড়ে পাঁচ হাজার, একদিনে মৃত্যু ৫ যুক্তরাষ্ট্রে করোনা জয় করলেন ১ লাখেরও বেশি মানুষ ফেনীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফেনী শহরে ইমাম-মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর উপহার প্রদান ফেনীতে ডাক্তারদের সুরক্ষা ও রোগীদের চিকিৎসা সামগ্রী দিয়েছে বিএমএ করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ছাড়ালো
  • মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আল্লাহর অলৌকিক নিদর্শন, যে স্থানে মানুষ গড়াতে থাকে

ফেনীর হালচাল

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯  

পানির বোতল রাখলেও সমান্তরাল স্থানটিতে গড়াতে শুরু করে। অবাক হচ্ছেন? এমনই এক স্থান হলো কারামতের ময়দান।

মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় ২১৫ কিলোমিটার দূরে বাহনেসা এলাকা। সেই এলাকায় অবস্থিত সাবা-বানাত ময়দান। আর সাবা-বানাতের পাশেই একটি অশ্চর্যজনক স্থান হলো এই কারামতের ময়দান। 

যে স্থানে অলৌকিকভাবে মানুষ গড়াতে থাকে। স্থানটিতে আগত প্রত্যক্ষদর্শীরা এই অলৌকিক ঘটনাটি উপভোগ করেছেন। সাইমুম আল মাহাদি নামক এক ব্যক্তি অলৌকিক এই অভিজ্ঞতার আলোকে বলেন, আমি কারামত ময়দানে শুয়ে পড়লাম অতঃপর একজন আমাকে গড়িয়ে দিলেন। আমি মনে মনে সূরা ফাতিহা পড়তে শুরু করি। অলৌকিক হলেও সত্যিই যে, সমান্তরাল জায়গা হওয়া স্বত্ত্বেও আমি ক্ষণিকের মধ্যেই আপনাআপনি গড়িয়ে যেতে শুরু করি। 

মনে হয়েছিল, কেউ যেন আমাকে ঠেলে নিয়ে চলছে। একসময় সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাশে থাকা অন্যান্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে দয়া করে থামান। কারণ সে অতি দ্রুত গড়াচ্ছিলো। শুধু মাহাদিই নন, তার মত অনেক দর্শণার্থীই এই স্থানটিতে এলেই তাজ্জব বনে যান। কীভাবে সমান্তরাল এক ময়দানে মানুষ গড়িয়ে যেতে পারে, এ প্রশ্নের উত্তর কারো জানা নেই।

মাহাদি আল্লাহর নামে কসম করে বলেন, আমি সত্যিই নিজে থেকে গড়ায়নি। আমার মনে হচ্ছিল, তিন থেকে চারজন আমাকে ঠেলে নিয়ে যাচ্ছেন। এমনকি তিনি শারীরিকভাবে কোনো ব্যথাও অনুভব করেননি। তার শরীর অনেক হালকা হয়ে গিয়েছিল সেসময়। তিনি সবাইকে এই অলৌকিক ময়দান পরিদর্শন করে উক্ত অভিজ্ঞতা উপভোগ করার অনুরোধ জানান।কারামতের ময়দান পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাকারিম মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি মাহাদি নামক ব্যক্তির গড়িয়ে চলার দৃশ্যটি ভিডিও করেন। এরপর থেকেই ইউটিউবে ভাইরাল হয়ে যায় কারামত ময়দানের অলৌকিক এই ঘটনাটি। 

সাবা- বানাত এর রহস্য?

সাবা-বানাত অর্থাৎ সাতজন মহীয়সী নারী। সাহাবাদের আমলে রোমান ইহুদি, খ্রিষ্টানদের সঙ্গে যুদ্ধ হয়। সেই যুদ্ধের সময় সাত ইহুদি নারী গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেন। অতঃপর তারা যুদ্ধে মুসলমানদের পক্ষে কাজ করেন। দূর্ভাগ্যবশত, উক্ত যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়। প্রায় পাঁচ হাজার সাহাবা যুদ্ধে শাহাদাত বরণ করেন। 

ইহুদিরা এবার পেয়ে বশে মুসলমানদের। তারা গোপন খবরের ভিত্তিতে জেনে যায়  সেই সাত নারী সম্পর্কে, যারা গোপনে মুসলমান হয়েছেন। অতঃপর রাগে ও ক্ষোভে ইহুদিরা সেই সাত নারীকে ধরে এনে এই কারামত ময়দানে তাদেরকে জড়ো করে। অতঃপর একে একে নির্মভাবে জবাই করা হয় তাদের। জবাই করার সময় সাত নারী ছটফট করে এই ময়দানে গড়াগড়ি খেয়েছিলেন। সেই মর্মান্তিক ঘটনাটি হয়তো আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল। তাই হয়তো এই ময়দানটি কারামতের ময়দান। এমনটিই মত ইতিহাসবিদদের।  

ফেনীর হালচাল
ফেনীর হালচাল