ব্রেকিং:
মাওলানা ত্বহার হোয়াটসঅ্যাপ-ভাইভার অন; বন্ধ মোবাইল ফোন কে এই মাওলানা ত্বহার ২য় স্ত্রী সাবিকুন নাহার? আওয়ামীলীগের ধর্মীয় উন্নয়নকে ব্যাহত করতে ত্বহা ষড়যন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা ফেনীতে করোনার নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্যকর্মীরা ফেনীর বিভিন্নস্থানে মোবাইল কোটের অভিযান : ১৪ জনের দন্ড ফেনীতে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিয়েছে ছাত্রলীগ করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের ফেনীর ৭ সরকারি কলেজের একদিনের বেতন ত্রাণ তহবিলে ফেনী ধলিয়ায় গ্রাম পুলিশের বাড়িতে হামলা, আহত ২ মানসম্মত কোন ধাপ অতিক্রম করেনি গণস্বাস্থ্যের কিট পরিস্থিতি ঠিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ আপনিকি করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যকেন্দ্রের কিট ব্যবহারের বিপক্ষে? ফেনীতে বাড়তি দামে পণ্য বেচায় ৭ দোকানের জরিমানা দেশে করোনায় আক্রান্ত প্রায় সাড়ে পাঁচ হাজার, একদিনে মৃত্যু ৫ যুক্তরাষ্ট্রে করোনা জয় করলেন ১ লাখেরও বেশি মানুষ ফেনীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফেনী শহরে ইমাম-মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর উপহার প্রদান ফেনীতে ডাক্তারদের সুরক্ষা ও রোগীদের চিকিৎসা সামগ্রী দিয়েছে বিএমএ করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ছাড়ালো
  • শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

বাবার কাছে ‘জিম্মি’ শিশুদের উদ্ধার, একজনকে হত্যা!

ফেনীর হালচাল

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

রাজধানীর বাংলামোটরে বাবার কাছে জিম্মি থাকা দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে এদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হলেও অন্য শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

বুধবার দুপুরে বাংলামোটরের ১৬ লিংক রোডের বাসা থেকে তাদের উদ্ধার করে পুলিশ। এসময় শিশুদের বাবা আখতারুজ্জামান কাজলকে আটক করা হয়।

জানা গেছে, নেশাগ্রস্ত স্বামী কাজলকে ছেড়ে চলে যান স্ত্রী। তবে কাজলের দুই ছেলেশিশু তার কাছেই থাকতো। কাজল তার ছোট শিশুকে হত্যা করে কাফনের কাপড় পরিয়ে টেবিলের ওপর রেখে দেন। বড় সন্তানকে বুকে জড়িয়ে হাতে বড় রামদা নিয়ে বসে থাকেন তিনি।

র‍্যাব কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ওই ব্যক্তি কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না। কোনো সহযোগিতা লাগবে কিনা জানতে চাইলে মাদকাসক্ত কাজল তখন বলেন, আমি ১টার দিকে বের হয়ে আমার সন্তানকে আজিমপুরে দাফন করব। কারো কোনো সহযোগিতার দরকার নেই। এখানে আপনাদের ডাকছে কে?

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকাল আটটার দিকে বাসা থেকে বের হন কাজল। বাসায় দোয়া পড়ানোর জন্য মৌলভী ডেকে নিয়ে আসেন।

পরে মৌলভি কাজলের বাসা থেকে বেরিয়ে দাবি করেন, সেখানে এক শিশুসন্তানকে অচেতন অবস্থায় দেখেছেন তিনি। বিষয়টি শাহবাগ থানার পুলিশকে জানান তিনি। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

কাজলের বাসা থেকে বেরিয়ে মৌলভী বলেন, সেখানে এক শিশু-সন্তানকে অচেতন অবস্থায় দেখেছেন তিনি। বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে।

কাজলের ভাই নুরুল হুদা উজ্জ্বল বলেন, সকাল সাড়ে সাতটার দিকে কাজল বাসা থেকে বের হয়ে পাশে থাকা মাদ্রাসায় গিয়ে জানান, তার ছোট ছেলে নূর সাফায়েত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এটা যেন মাইকে ঘোষণা করা হয়। তারপর মাদ্রাসার ছাত্রদের কোরআন খতম দেয়ার জন্য নিয়ে যেতে চান। এ কথা শোনার পর আবদুল গাফফার নামে একজন খাদেম মাদ্রাসা থেকে তার সঙ্গে যান। মাইকে সংবাদ শুনে আমি আসি। ভেতরে ঢোকার চেষ্টা করি। কিন্তু কাজল ঢুকতে দেননি। দরজা আটকে দিয়েছেন। কাজলের সঙ্গে তার বড় ছেলে সুরায়েত (৪) ছিল।

তিনি বলেন, কাজলের দুই সন্তান। একজন সাফায়েত, বড়জন সুরায়েত। আমরা সাফায়েতের মৃত্যুর সংবাদ শুনে ঘটনাস্থলে যাই। সকালে বাসায় ঢুকতে গিয়েও পারিনি। আমরা যখন বাসায় ঢুকতে গেছি, তখন কাজল আমাদের দিকে দা নিয়ে তেড়ে আসেন। সুরায়েত বাবার কাছেই ছিল। কাজল মাদকাসক্ত। সাফায়েতকে তার বাবাই খুন করেছেন।

স্ত্রী ও দুই সন্তান নিয়ে ওই বাসার দোতলায় থাকতেন কাজল। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তার নির্যাতন সহ্য করতে না পেরে মাসখানেক আগে তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান জানান, দুটি ছেলের একটির লাশ ও আরেক ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ঘাতক বাবা কাজলকে। শিশুর বাবা এর আগে মাদক গ্রহণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। জেলেও পাঠানো হয়েছিল।

ফেনীর হালচাল
ফেনীর হালচাল