লকডাউন উপেক্ষা করে আনসারীর জানাজায় লাখো মানুষ
ফেনীর হালচাল
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২০
দেশে উদ্ভূত করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউন উপেক্ষা করে ও সামাজিক দূরত্ব বজায় না রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির, বেড়তলা মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও ইসলামী আলোচক আল্লামা মাওলানা যুবায়ের আহমদ আনসারীর জানাজায় লাখো মানুষ অংশ নিয়েছে। ধারণা করা হচ্ছে, এই বিপুল জনসমাগমের ফলে করোনাভাইরাস সর্বত্র ছড়িয়ে পড়তে পারে। কারণ জানাজায় অংশ নিতে আসা মানুষের মধ্যে কেউ আক্রান্ত নন, এমন তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
তাই সচেতনতার অভাবে এখন একজন থেকে সহজেই ভাইরাস সংক্রমিত হতে পারে অন্যজনের দেহে। গাণিতিক হিসেবে তা ১ জনের দেহ থেকে হতে পারে লাখো জনের। এভাবে পুরো বাংলাদেশ ক্রমেই পরিণত হতে পারে করোনার হটস্পটে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে থানার ওসি প্রথমে আন্তরিকভাবে এই জনঢল থামানোর চেষ্টা করলেও পরে বানের জলের মতো লোকসমাগম হওয়ায় তা আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। বিশিষ্টজনরা বলছেন, কাণ্ডজ্ঞানহীন কিছু মানুষের অসতর্কতায় গোটা দেশের মানুষ এখন মৃত্যু ঝুঁকিতে পড়তে যাচ্ছে।
স্থানীয়রা জানিয়েছে, শনিবার (১৮ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসা প্রাঙ্গণে মাওলানা যুবায়ের আহমদ আনসারীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে চলমান লকডাউন উপেক্ষা করে লাখো মানুষের সমাগম হয়। সামাজিক দূরত্ব বজায়ের কথাটি মুখে মুখে বলা হলেও আদতে তা এই বিশাল জনসমুদ্রে রক্ষা করা হয়নি। গা ঘেঁষে দাঁড়িয়ে উপস্থিতরা জানাজায় অংশ নেন।
এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের এভাবে একত্রিত না হতে অনুরোধ জানালেও কোনও ফল মেলেনি। তারা পুলিশের কথায় কর্ণপাত না করে উপরন্তু সারি বেঁধে জানাজায় অংশ নেন। এ সময় পুলিশ ভাইরাস সংক্রমণ ঠেকাতে শত চেষ্টা করেও তাদের বিচ্ছিন্ন করতে পারেনি।
অসতর্ক এসব মানুষের কারণে সরকারের এতোদিনের করোনা প্রতিরোধের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার বলেন, এটা থেকে বোঝা যায় যে, আমাদের মাঝে সচেতনতার অভাব রয়েছে। তা না হলে কেন করোনার এই সময়ে তারা এমন ঘটনা ঘটাবেন! তাহলে কি এটাই ধরে নেব, তারা সরকারের করোনা তৎপরতাকে প্রশ্নবিদ্ধ কিংবা ক্ষতিগ্রস্ত করতেই এমনটাই করলেন!
এ ব্যাপারে সরাইল থানার ওসি মো. শাহাদাৎ হোসেন টিটু বলেন, ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে জানাজায় লোকজন আসে। কেউই লকডাউন কিংবা সামাজিক দূরত্ব মানার বিষয়টি আমলে নেননি। আমরা চিন্তাও করতে পারিনি যে, এত লোক হবে। লোকজন আসতে শুরু করার পর আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর এবং এভাবে সমাগম করে দেশের এই পরিস্থিতিতে জানাজা না করতে। কিন্তু কে শোনে কার কথা! পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমাদের আর কিছু করার ছিল না।
বিশ্লেষকরা বলছেন, মানুষের জানাজায় লোকসমাগম হবে এটাই স্বাভাবিক। তবে দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে সরকারের নির্দেশনা উপেক্ষা করে কেন? তবে কি তারা স্বপ্রণোদিতভাবেই চাইছেন করোনা সর্বত্র ছড়িয়ে পড়ুক! এ কারণেই তারা এমন কাজটা করলেন! তারা কি একবারও ভেবেছেন, তাদের মধ্যে যদি ১ জন ভাইরাসে সংক্রমিত হয়ে থাকেন, তবে তার ফলটা কি হবে? একজন থেকে ভাইরাস পৌঁছে যাবে অন্যজনের শরীরে, এভাবে লাখো মানুষে। একটা সময় পুরো দেশে। তখন এর দায় কে নেবে!
- মাওলানা ত্বহার হোয়াটসঅ্যাপ-ভাইভার অন; বন্ধ মোবাইল ফোন
- কে এই মাওলানা ত্বহার ২য় স্ত্রী সাবিকুন নাহার?
- আওয়ামীলীগের ধর্মীয় উন্নয়নকে ব্যাহত করতে ত্বহা ষড়যন্ত্র
- স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা
- দেশে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৬৪
- কিট যুক্তরাষ্ট্রে পাঠাতে লবিং করেছেন শামসুল আলম ও সরদার সাদী
- ঢাকার বাইরের শ্রমিকদের আসার প্রয়োজন নেই, বেতন পৌঁছে দেওয়া হবে
- ধান কাটতে যাননি, ধানকাটা মেশিন নিয়ে হাজির মাশরাফী
- মাকে নিজের পাশে বসা দেখছিলেন, মৃত্যুর আগে ইরফান খান
- ইফতারে প্রাশান্তি দেবে দই বেলের লাচ্ছি
- মাত্র ৩৭ দিনে ভেন্টিলেটর বানিয়েছে নাসা
- দেশে প্রথম ব্যক্তি উদ্যোগে স্থাপিত করোনা টেস্টিং ল্যাব উদ্বোধন
- এমপিওভুক্ত হলো ১৬৩৩ শিক্ষাপ্রতিষ্ঠান
- একযোগে কাজের অঙ্গীকার ব্যক্ত করে শেখ হাসিনাকে মোদির টেলিফোন
- মৃতের সংখ্যা ২ লাখ ২৮ হাজার ছাড়াল
- ফুলগাজীতে মাদ্রাসা ছাত্র বলাৎকার মামলার আসামী এমরান গ্রেপ্তার
- ডাকাতিকালে ছাত্রী ধর্ষণ : জড়িত আরো এক আসামী গ্রেপ্তার
- ফেনীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন ৩৯ লাখ ৯২ হাজার টাকা
- দাগনভুঞার বাড়িতেই চিকিৎসা নিবেন করোনা আক্রান্ত নারী
- সোনাগাজীর করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের নমুনা নেগেটিভ
- ফেনীতে করোনার নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্যকর্মীরা
- দাগনভুঞায় উপসর্গ ছাড়াই সরকারি কর্মকর্তা করোনায় আক্রান্ত
- নিতান্ত বাধ্য না হলে বিদেশেই থাকার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- ফেনীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন ৩৯ লাখ ৯২ হাজার টাকা
- আক্রান্ত নারী জায়লস্করের বাসিন্দা
- ফেনীতে সরকারি সহায়তা এসেছে ৭৭ লাখ টাকা ও ১৭শ ৪৮ টন চাল
- করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায়
- দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু
- জামায়াত নেতার সঙ্গে ডা. জাফরুল্লাহর যেসব কথা হয়
- বাইরের পোশাক শ্রমিকরা ঢাকায় আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী