ব্রেকিং:
মাওলানা ত্বহার হোয়াটসঅ্যাপ-ভাইভার অন; বন্ধ মোবাইল ফোন কে এই মাওলানা ত্বহার ২য় স্ত্রী সাবিকুন নাহার? আওয়ামীলীগের ধর্মীয় উন্নয়নকে ব্যাহত করতে ত্বহা ষড়যন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা ফেনীতে করোনার নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্যকর্মীরা ফেনীর বিভিন্নস্থানে মোবাইল কোটের অভিযান : ১৪ জনের দন্ড ফেনীতে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিয়েছে ছাত্রলীগ করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের ফেনীর ৭ সরকারি কলেজের একদিনের বেতন ত্রাণ তহবিলে ফেনী ধলিয়ায় গ্রাম পুলিশের বাড়িতে হামলা, আহত ২ মানসম্মত কোন ধাপ অতিক্রম করেনি গণস্বাস্থ্যের কিট পরিস্থিতি ঠিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ আপনিকি করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যকেন্দ্রের কিট ব্যবহারের বিপক্ষে? ফেনীতে বাড়তি দামে পণ্য বেচায় ৭ দোকানের জরিমানা দেশে করোনায় আক্রান্ত প্রায় সাড়ে পাঁচ হাজার, একদিনে মৃত্যু ৫ যুক্তরাষ্ট্রে করোনা জয় করলেন ১ লাখেরও বেশি মানুষ ফেনীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফেনী শহরে ইমাম-মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর উপহার প্রদান ফেনীতে ডাক্তারদের সুরক্ষা ও রোগীদের চিকিৎসা সামগ্রী দিয়েছে বিএমএ করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ছাড়ালো
  • রোববার ১২ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৯ ১৪৩১

  • || ০৩ জ্বিলকদ ১৪৪৫

পাপিয়ার আইনজীবীদের সব ধরনের সহায়তার আশ্বাস তারেকের!

ফেনীর হালচাল

প্রকাশিত: ৪ মার্চ ২০২০  

জাল টাকা, বিদেশি মদ, অবৈধ অস্ত্র ও প্রভাবশালীদের অশ্লীল ভিডিওসহ গ্রেপ্তার শামীমা নূর পাপিয়ার আইনজীবীদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, সোমবার (২ মার্চ) ওই নারীর আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এবং আতিকুর রহমানকে ফোন দিয়ে এই আশ্বাস দেন তিনি।

একটি গোপন সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত তিনটার দিকে তারেক রহমান প্রথমে ইলতুৎমিশ ও পরে আতিকুরকে ফোন দিয়ে জানান, পাপিয়ার মামলায় টাকা-পয়সাসহ যত ধরনের সহযোগিতা লাগে, সব ধরনের সহযোগিতা বিএনপির পক্ষ থেকে দেয়া হবে। তবে বিষয়টি যেন গোপন রাখা হয়। তবে বিএনপি নেতাদের অনেকেরই এই তথ্য অজানা ছিল না।

ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নেতা নাম না প্রকাশ করার শর্তে বলেন, পাপিয়ার বিষয়ে আমি লন্ডন অফিসের এক নেতার কাছ থেকে শুনেছি। কাজটি ঠিক হয়নি। আগে যে সম্পর্ক ছিল, সেটা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করা ঠিক হবে না। এতে বিএনপিরই ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।’ এ নিয়ে দলের ভেতরে অসন্তোষ বিরাজ করছে বলেও জানান এই নেতা।

এদিকে পাপিয়ার এক আইনজীবী জানিয়েছেন, মামলা সংক্রান্ত যেকোনও ব্যাপারে তিনি যেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সহায়তা নেন, সেজন্য লন্ডন থেকে ফোন করে তাকে বলা হয়েছে। বিএনপির একটি সূত্রও জানিয়েছে, এ মামলায় সব ধরনের সহায়তা দিতে মাহবুব উদ্দিন খোকন ছাড়াও আরও কয়েকজনকে ফোন দিয়েছেন তারেক রহমান

এদিকে এই খবর জানাজানি হওয়ার পর বিএনপির লন্ডন অফিসে কানাঘুষা চলছে বলেও জানা গেছে। এ ব্যাপারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেকের সঙ্গে স্কাইপে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দেখুন, একজন নারী যাতে সঠিক বিচার পান, সেজন্য তারেক রহমান চেষ্টা করতেই পারেন। এতে আমি খারাপ কিছু দেখি না। পাপিয়াকে নিয়ে বিএনপির এই প্রচেষ্টাকে বিতর্কিত করার কোন সুযোগ নেই।’

প্রসঙ্গত, পাপিয়া গত ২৩ ফেব্রুয়ারি র‌্যাবের হাতে বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়ার পর ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডের শুরুতে অনেক হম্বিতম্বি করলেও ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে পাপিয়ার সাথে প্রভাবশালী ব্যক্তিবর্গের সম্পৃক্ততার নানান তথ্য। এরমধ্যে তারেক রহমানসহ বিএনপির বিভিন্ন নেতাদের সম্পর্কের তথ্যও রয়েছে বলে জানা গেছে।

কাজটি ঠিক হয়নি। আগে যে সম্পর্ক ছিল, সেটা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করা ঠিক হবে না। এতে বিএনপিরই ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।’ এ নিয়ে দলের ভেতরে অসন্তোষ বিরাজ করছে বলেও জানান এই নেতা।

এদিকে পাপিয়ার এক আইনজীবী জানিয়েছেন, মামলা সংক্রান্ত যেকোনও ব্যাপারে তিনি যেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সহায়তা নেন, সেজন্য লন্ডন থেকে ফোন করে তাকে বলা হয়েছে। বিএনপির একটি সূত্রও জানিয়েছে, এ মামলায় সব ধরনের সহায়তা দিতে মাহবুব উদ্দিন খোকন ছাড়াও আরও কয়েকজনকে ফোন দিয়েছেন তারেক রহমান।

এদিকে এই খবর জানাজানি হওয়ার পর বিএনপির লন্ডন অফিসে কানাঘুষা চলছে বলেও জানা গেছে। এ ব্যাপারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেকের সঙ্গে স্কাইপে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দেখুন, একজন নারী যাতে সঠিক বিচার পান, সেজন্য তারেক রহমান চেষ্টা করতেই পারেন। এতে আমি খারাপ কিছু দেখি না। পাপিয়াকে নিয়ে বিএনপির এই প্রচেষ্টাকে বিতর্কিত করার কোন সুযোগ নেই।’

প্রসঙ্গত, পাপিয়া গত ২৩ ফেব্রুয়ারি র‌্যাবের হাতে বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়ার পর ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডের শুরুতে অনেক হম্বিতম্বি করলেও ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে পাপিয়ার সাথে প্রভাবশালী ব্যক্তিবর্গের সম্পৃক্ততার নানান তথ্য। এরমধ্যে তারেক রহমানসহ বিএনপির বিভিন্ন নেতাদের সম্পর্কের তথ্যও রয়েছে বলে জানা গেছে।

ফেনীর হালচাল
ফেনীর হালচাল