ব্রেকিং:
মাওলানা ত্বহার হোয়াটসঅ্যাপ-ভাইভার অন; বন্ধ মোবাইল ফোন কে এই মাওলানা ত্বহার ২য় স্ত্রী সাবিকুন নাহার? আওয়ামীলীগের ধর্মীয় উন্নয়নকে ব্যাহত করতে ত্বহা ষড়যন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা ফেনীতে করোনার নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্যকর্মীরা ফেনীর বিভিন্নস্থানে মোবাইল কোটের অভিযান : ১৪ জনের দন্ড ফেনীতে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিয়েছে ছাত্রলীগ করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের ফেনীর ৭ সরকারি কলেজের একদিনের বেতন ত্রাণ তহবিলে ফেনী ধলিয়ায় গ্রাম পুলিশের বাড়িতে হামলা, আহত ২ মানসম্মত কোন ধাপ অতিক্রম করেনি গণস্বাস্থ্যের কিট পরিস্থিতি ঠিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ আপনিকি করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যকেন্দ্রের কিট ব্যবহারের বিপক্ষে? ফেনীতে বাড়তি দামে পণ্য বেচায় ৭ দোকানের জরিমানা দেশে করোনায় আক্রান্ত প্রায় সাড়ে পাঁচ হাজার, একদিনে মৃত্যু ৫ যুক্তরাষ্ট্রে করোনা জয় করলেন ১ লাখেরও বেশি মানুষ ফেনীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফেনী শহরে ইমাম-মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর উপহার প্রদান ফেনীতে ডাক্তারদের সুরক্ষা ও রোগীদের চিকিৎসা সামগ্রী দিয়েছে বিএমএ করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ছাড়ালো
  • শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

পাঁচদিন ব্যাপি সেলিম আল দীন মেলার সমাপনী

ফেনীর হালচাল

প্রকাশিত: ১০ মার্চ ২০২০  

সোনাগাজীতে নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণে পাঁচদিন ব্যাপি ‘সেলিম আল দীন মেলা’ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার রাতে শেষ হয়েছে। গত পাঁচদিন নাট্যাচার্যের পূর্ণভূমিতে শীত পার করা বসন্তের উজানে দেশজ শিল্প ধারার নৃত্য-বাদ্য নাটক আর গানের উৎসবে মেলায় আগত দর্শনার্থীরা আনন্দে মেতে ওঠেছিল। মেলায় ৫০টি স্টল স্থান পায়।
সরকারের সংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের সহযোগীতা ও উপজেলা প্রশাসন উপজেলার মঙ্গলকান্দি বহুমূখি উচ্চবিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মঙ্গলকান্দি বহুমূখি উচ্চবিদ্যালয় মাঠে বেলূন ও পায়রা উড়িয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ মেলার উদ্বোধন করেন।
পাঁচদিন ব্যাপি মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি ছিলেন ফেনী-২ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: সুমনী আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ, ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুল হক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন। সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব। বক্তারা প্রতিবছর সোনাগাজীতে সেলিম আল দীন মেলা অনুষ্ঠানের লক্ষ্যে সার্বিক সহযোগীতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
মেলার শেষ দিনে গতকাল হাকিম আলী গায়েন থিয়েটার ‘মইলদি রাজের পালা’ ও নিরাভরণ থিয়েটার মানিকগঞ্জের নাটক ‘জুঁইমালার সইমালা’ মঞ্চায়ন করে। এছাড়া রাতে ফকির আজিজ সরকারের আধ্যাত্মিক গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচদিন ব্যাপি এ মেলার পর্দা নামে।
সেলিম আল দীন কেন্দ্রের সাধারন সম্পাদক কুদরত-ই-খুদা পিকাসো বলেন, মেলায় প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের রচিত নাটকের মঞ্চায়নসহ মেলায় স্টলগুলোতে বই, মৃৎশিল্প, হস্তশিল্প, ক্ষুদ্র জাতি সত্তার পণ্য, শিশুদের খেলনা,কাপড়, শাড়ি-চুড়ি ও মনহারিসহ বিভিন্ন পণ্যের সমাহার ঘটে।
তিনি বলেন, পাঁচদিন ব্যাপি এ মেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ, ঢাকা থিয়েটার, ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায়, মানিকগঞ্জ থিয়েটার, মানিকগঞ্জের নিরাভরণ থিয়েটার,আহির বাংলার পরিবেশনা, ফেনীর পূবালী সংসদ ও ফেনী থিয়েটার, ফেনীর কিশোর থিয়েটারসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সেলিম আল দীনের বিভিন্ন ধরনের নাটক মঞ্চায়িত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফেনীর হালচাল
ফেনীর হালচাল