ব্রেকিং:
মাওলানা ত্বহার হোয়াটসঅ্যাপ-ভাইভার অন; বন্ধ মোবাইল ফোন কে এই মাওলানা ত্বহার ২য় স্ত্রী সাবিকুন নাহার? আওয়ামীলীগের ধর্মীয় উন্নয়নকে ব্যাহত করতে ত্বহা ষড়যন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা ফেনীতে করোনার নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্যকর্মীরা ফেনীর বিভিন্নস্থানে মোবাইল কোটের অভিযান : ১৪ জনের দন্ড ফেনীতে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিয়েছে ছাত্রলীগ করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের ফেনীর ৭ সরকারি কলেজের একদিনের বেতন ত্রাণ তহবিলে ফেনী ধলিয়ায় গ্রাম পুলিশের বাড়িতে হামলা, আহত ২ মানসম্মত কোন ধাপ অতিক্রম করেনি গণস্বাস্থ্যের কিট পরিস্থিতি ঠিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ আপনিকি করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যকেন্দ্রের কিট ব্যবহারের বিপক্ষে? ফেনীতে বাড়তি দামে পণ্য বেচায় ৭ দোকানের জরিমানা দেশে করোনায় আক্রান্ত প্রায় সাড়ে পাঁচ হাজার, একদিনে মৃত্যু ৫ যুক্তরাষ্ট্রে করোনা জয় করলেন ১ লাখেরও বেশি মানুষ ফেনীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফেনী শহরে ইমাম-মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর উপহার প্রদান ফেনীতে ডাক্তারদের সুরক্ষা ও রোগীদের চিকিৎসা সামগ্রী দিয়েছে বিএমএ করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ছাড়ালো
  • সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ফেনী প্রেস ক্লাবের আরেক কমিটির সভাপতি জসিম, সম্পাদক ইউসুফ

ফেনীর হালচাল

প্রকাশিত: ৮ মার্চ ২০২০  

ফেনী প্রেস ক্লাবের আরেকটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার ঘোষিত নবগঠিত কমিটিতে জসিম মাহমুদ (দৈনিক ডিজিটাল সময়) কে সভাপতি ও এসএম ইউসুফ আলী (ফেনী রিপোর্ট/অধিকার/ নিউজ টুডে) সাধারণ সম্পাদক হয়েছেন। ক্লাবের একাংশের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এনএন জীবন ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।


এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে ৪৩ জন সদসের মধ্যে ৪১ জনের ও ১৩ জন সহযোগী সদস্যের মধ্যে ১০ জনের উপস্থিতিতে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের ভোট গ্রহণ করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি শিহাব উদ্দিন লিটন (ডেইলি নিউনেশান/দৈনিক আমার সংবাদ) ও রোকসানা সিদ্দিকী (দৈনিক সমসাময়িক প্রতিদিন/ সাপ্তাহিক ফেনীর সমসাময়িক), সহ-সাধারণ সম্পাদক কাফি দিদার (বিজয় টিভি) ও কাজী হাবীব উল্যাহ সুমন (এশিয়ান টিভি), কোষাধ্যক্ষ শাহাদাত হোসাইন (দৈনিক প্রতিদিনের সংবাদ/ ডেইলি এশিয়ান এইজ), দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী (মাই টিভি), প্রচার সম্পাদক মিজানুর রহমান (দৈনিক খবরপত্র/ সাপ্তাহিক ফেনীর রবি), ক্রীড়া সম্পাদক ওমর ফারুক (দৈনিক সকালের সময়), সাহিত্য সম্পাদক সফি উল্যাহ (ইউএনবি/ দৈনিক দেশ রুপান্তর), সমাজ কল্যান সম্পাদক হাসান মাহমুদ (দৈনিক আজকালের খবর), প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম (দৈনিক আমাদের কন্ঠ), তথ্যপ্রযুক্তি সম্পাদক এম. শরিফ ভূঞা (আজকের সময়/দৈনিক সমসাময়িক প্রতিদিন), ধর্ম বিষয়ক সম্পাদক আহসান উল্যাহ (চ্যানেল এস), কর্যকরী সদস্য শাহজালাল রতন (দৈনিক সমকাল), জামাল উদ্দিন ছুট্টু (সাপ্তাহিক বৈকালী), আবুল কাসেম চৌধুরী (বাংলাদেশ বেতার), এনএন জীবন (সাপ্তাহিক স্বদেশপত্র), জালাল উদ্দিন বাবলু (সাপ্তাহিক শমসের নগর), সৈয়দ মনির হোসেন (দৈনিক ভোরের কাগজ/সাপ্তহিক ফেনীর ডাক)।


সাধারণ সদস্যরা হলেন জাফর সেলিম (এশিয়ান টিভি/ সাপ্তাহিক নির্ভীক), খালেদ খাঁন (সাপ্তাহিক ফেনীর গৌরব), জাকের হায়দার সুমন (বাংলা টিভি), ফজলুর রহমান বকুল (সাপ্তাহিক মূহুরী), সৈয়দ ইয়াছিন সুমন (সাপ্তহিক ফেনীর প্রত্যয়/ দৈনিক ইনকিলাব), মাহবুবুল হক (পাক্ষিক পরশুরাম), জাহাঙ্গীর কবির লিটন (পাক্ষিক ছাগলনাইয়া), ইমাম হাসান কচি (ডেইলি বাংলাদেশ পোষ্ট), এমাম হোসেন (প্রথম ফেনী/ দৈনিক ভোরের পাতা), আরিফ আজম (দৈনিক ফেনীর সময়/ দৈনিক ঢাকা টাইমস), শহীদ উল্যাহ ভূঞা (দৈনিক খবর), হাবীব মিয়াজী (আজকের মেইল/ দৈনিক আমার সময়), এ ইচ পাটোয়ারী (দৈনিক আজকের পত্রিকা), কাজী সালাহ উদ্দিন নোমান (ফেয়ার বার্তা/ দৈনিক ভোরের সময়), মো: বেলাল হোসেন (অর্ধ সাপ্তাহিক পথ), তোফায়েল আহম্মদ নিলয় (দৈনিক গণকন্ঠ), তসলিম চৌধুরী (দৈনিক এশিয়ান বাণী), ফারুক সবুজ (দৈনিক আমাদের বার্তা), সাদ্দাম হোসেন গণি (দৈনিক ঢাকা প্রতিদিন), এম এইচ খোকন (দৈনিক লাখো কন্ঠ), আবদুল্লাহ আল মামুন (দৈনিক দেশ বার্তা), জসিম উদ্দিন ফরায়েজী (দৈনিক ডেসটিনি), সাহেদ হোসেন চৌধুরী (দৈনিক নবচেতনা)।


সহযোগী সদস্যরা হলেন বকুল আক্তার দরিয়া (মাসিক পানসী/ দৈনিক অধিকার), সাহিদা সাম্য লিনা (মাসিক আঁচল/ দৈনিক বাংলাদেশের খবর), আবু তাহের পন্ডিত (দৈনিক জাতীয় নিশান), কবির আহম্মদ নাসির (দৈনিক আমাদের সময়/ স্টার লাইন), নাছির উদ্দিন (সাপ্তাহিক নির্ভীক/ দৈনিক নয়াপয়গাম), শহীদুল ইসলাম (দৈনিক স্বদেশ প্রতিদিন), আলাউদ্দিন সবুজ (দৈনিক খোলা বাজার), মো: ওবায়েদুল হক (সাপ্তাহিক জনপ্রিয়), আবদুল্লাহ রিয়েল (গণবার্তা/সময়ের কন্ঠস্বর), সুমন চন্দ্র ঘোষ (দৈনিক জনতার দলিল), মিজানুর রহমান (দৈনিক আমার সংবাদ), মশিউর রহমান মিলন (নিঝুম বাংলা), এম এম রহমান সোহেল (সাপ্তাহিক শুচিতা)।

ফেনীর হালচাল
ফেনীর হালচাল