ব্রেকিং:
মাওলানা ত্বহার হোয়াটসঅ্যাপ-ভাইভার অন; বন্ধ মোবাইল ফোন কে এই মাওলানা ত্বহার ২য় স্ত্রী সাবিকুন নাহার? আওয়ামীলীগের ধর্মীয় উন্নয়নকে ব্যাহত করতে ত্বহা ষড়যন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা ফেনীতে করোনার নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্যকর্মীরা ফেনীর বিভিন্নস্থানে মোবাইল কোটের অভিযান : ১৪ জনের দন্ড ফেনীতে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিয়েছে ছাত্রলীগ করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের ফেনীর ৭ সরকারি কলেজের একদিনের বেতন ত্রাণ তহবিলে ফেনী ধলিয়ায় গ্রাম পুলিশের বাড়িতে হামলা, আহত ২ মানসম্মত কোন ধাপ অতিক্রম করেনি গণস্বাস্থ্যের কিট পরিস্থিতি ঠিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ আপনিকি করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যকেন্দ্রের কিট ব্যবহারের বিপক্ষে? ফেনীতে বাড়তি দামে পণ্য বেচায় ৭ দোকানের জরিমানা দেশে করোনায় আক্রান্ত প্রায় সাড়ে পাঁচ হাজার, একদিনে মৃত্যু ৫ যুক্তরাষ্ট্রে করোনা জয় করলেন ১ লাখেরও বেশি মানুষ ফেনীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফেনী শহরে ইমাম-মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর উপহার প্রদান ফেনীতে ডাক্তারদের সুরক্ষা ও রোগীদের চিকিৎসা সামগ্রী দিয়েছে বিএমএ করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ছাড়ালো
  • শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

স্কুল ছাত্রীর শ্লীলতাহানি, ছাত্রলীগ নেতাসহ তিন জনের বিরুদ্ধে মামল

ফেনীর হালচাল

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

সোনাগাজীতে স্কুল ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে ভিকটিম। বুধবার রাতে সোনাগাজী মডেল থানায় ছাত্রী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। মামলায় অভিযুক্তরা হলেন-নবাবপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. রাসেল (২৩), ইকবাল হোসেন (২৪) ও জাহিদুল ইসলাম (২১)। গত ১৪ জানুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলার নবাবপুর ইউনিয়নের একটি এলাকায় নির্যাতনের শিকার হন নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী (১৫)।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নবাবপুর ইউনিয়নের স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীটি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন নামে এক বখাটে যুবক তাঁর দুই সহযোগী রাসেল ও জাহিদকে সঙ্গে নিয়ে তাঁকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। প্রস্তাবে সাড়া না দেওয়ায় ইকবাল ছাত্রীটির স্কুল ব্যাগ ও হাত ধরে বেশ কয়েকবার টানাহেচড়া করে। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে তাঁর মা-বাবাকে বিষয়টি জানায়। তাঁরা প্রতিকার চেয়ে বখাটে যুবকের বাবা ও মাকে অবহিত করে। এতে সে আরও ক্ষিপ্ত ও বেপরোয়া হয়ে ওঠে। একপর্যায়ে শিক্ষার্থীর বাড়িতে যেয়ে ছাত্রীর মাকে মারধর করে। এমনকি সে ছাত্রীটিকে বাড়ি ও বিদ্যালয়ে যাওয়ার সময় সড়ক থেকে তুলে নিয়ে অপহরণ করারও হুমকি দেয়।
গত ১৪ জানুয়ারী মঙ্গলবার দুপুরে ওই ছাত্রী তার ঘরে শুয়ে ছিলেন। এসময় বখাটে ইকবাল হোসেন তাঁর দুই সহযোগী রাসেল ও জাহিদকে নিয়ে তাঁদের বাড়িতে গিয়ে ছাত্রীকে কথা আছে বলে ডাক দেয়। বখাটের ডাকে সাড়া না দেওয়ায় ঘরে ঢুকে ইকবাল ছাত্রীর মায়ের সামনে অশালীন ভাষায় গালমন্দ করে। একপর্যায়ে ছাত্রীর হাত ধরে টেনে-হেচড়ে শ্লীলতাহানি করে। এসময় বাঁধা দিতে চাইলে ওই ছাত্রীর মাকে লাঞ্চিত করে বখাটেরা। পরে তাঁদের শোর চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এলে বখাটে দ্রুত পালিয়ে যায়।
ছাত্রীর মা বলেন, বখাটে ইকবাল ও তাঁর সহযোগীদের যন্ত্রণায় তাঁরা অতিষ্ট হয়ে পড়েছেন। তাঁর কুপ্রস্তাবের কারনে মেয়েটি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। তিনি বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন আহমেদ জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত বখাটেরা পলাতক রয়েছে। তাঁদেরকে গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।

ফেনীর হালচাল
ফেনীর হালচাল