ব্রেকিং:
মাওলানা ত্বহার হোয়াটসঅ্যাপ-ভাইভার অন; বন্ধ মোবাইল ফোন কে এই মাওলানা ত্বহার ২য় স্ত্রী সাবিকুন নাহার? আওয়ামীলীগের ধর্মীয় উন্নয়নকে ব্যাহত করতে ত্বহা ষড়যন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা ফেনীতে করোনার নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্যকর্মীরা ফেনীর বিভিন্নস্থানে মোবাইল কোটের অভিযান : ১৪ জনের দন্ড ফেনীতে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিয়েছে ছাত্রলীগ করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের ফেনীর ৭ সরকারি কলেজের একদিনের বেতন ত্রাণ তহবিলে ফেনী ধলিয়ায় গ্রাম পুলিশের বাড়িতে হামলা, আহত ২ মানসম্মত কোন ধাপ অতিক্রম করেনি গণস্বাস্থ্যের কিট পরিস্থিতি ঠিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ আপনিকি করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যকেন্দ্রের কিট ব্যবহারের বিপক্ষে? ফেনীতে বাড়তি দামে পণ্য বেচায় ৭ দোকানের জরিমানা দেশে করোনায় আক্রান্ত প্রায় সাড়ে পাঁচ হাজার, একদিনে মৃত্যু ৫ যুক্তরাষ্ট্রে করোনা জয় করলেন ১ লাখেরও বেশি মানুষ ফেনীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফেনী শহরে ইমাম-মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর উপহার প্রদান ফেনীতে ডাক্তারদের সুরক্ষা ও রোগীদের চিকিৎসা সামগ্রী দিয়েছে বিএমএ করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ছাড়ালো
  • মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ছাত্রলীগ দিয়ে সিগন্যাল দিলেন প্রধানমন্ত্রী – আলাউদ্দিন নাসিম

ফেনীর হালচাল

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯  

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, ছাত্রলীগের কমিটি বাতিলের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিগনাল দিয়েছেন অনিয়ম দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের শাস্তি কি হতে পারে। মঙ্গলবার সন্ধ্যা পরশুরাম পাইলট হাইস্কুলে মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

আলাউদ্দিন চৌধুরী নাসিম বলেন, শেখ হাসিনার ইমেজের উপরই টিকে আছে আওয়ামী লীগ। সংগঠনকে জোরালো করার করার ব্যাপারে অন্য যেকোনও সময়ের চেয়ে দৃঢ প্রতিজ্ঞ শেখ হাসিনা। শৃঙ্খলার বাইরে গেলে কি হতে পারে ছাত্র লীগের কমিটি বাতিলের মাধ্যমে সে সিগনাল দিয়েছেন নেত্রী।

তিনি বলেন, আওয়ামী পরিবার সুখে-দু:খে সবাই ঐক্যবদ্ধভাবে থাকবে এটাই হচ্ছে আমার প্রত্যাশা, এটাই হচ্ছে আমার প্রাচুর্য্য। কিছু লোক ঢাকায় বসে গুজব ছড়ায় এতে আপনারা বিভ্রান্ত হবেন না। একটা কথা বিশ্বাস রাখবেন আমাদের মধ্যে অমিল হওয়ার মতো কোন ঘটনা ঘটবেনা।

সম্মেলনে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগে সবাই বঙ্গবন্ধুর লোক, আর কারও লোক নয়। যেকোনও সিদ্ধান্ত মাথা পেতে নেয় ফেনী জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন ফেনী ২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের প্রস্তুতি কমিটির আহবায়ক নিজাম উদ্দিন চৌধুরী সাজেল।

পরশুরাম উপজেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি এনামুল করিম মজুমদার বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাঈম উদ্দিন আহমদ চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহানারা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার তপন, এডভোকেট হাফেজ আহম্মদ, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফরিদ হাজারী, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম, ফেনী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য হাজী আলা উদ্দিন, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী। সম্মেলনে আরো বক্তব্য রাখেন মির্জা নগর ইউনিয়ন চেয়ারম্যান নুরজ্জামান ভুট্টো, বক্স মাহমুদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর।

সন্ধ্যায় সম্মেলন শেষে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন আলাউদ্দিন চৌধুরী নাসিম। এতে কামাল উদ্দিন মজুমদারকে সভাপতি ও নিজাম উদ্দিন চৌধুরী সাজেলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। ২০১২ সালের পর এ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফেনীর হালচাল
ফেনীর হালচাল