ফেনীতে মৃতদেহ দাফনের জন্য আগ্রহী ২০ সদস্যের দুটি দল
ফেনীর হালচাল
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০

ফেনীতে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যু হলে গোসল, জানাযা ও দাফনের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন ২০ সদস্যের দুটি দল।
বুধবার ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করেন ‘নুসরাহ দাফন টিম’ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা। এ দু’দলে ১০ জন করে ২০ জন আলেম রয়েছেন।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে করোনা ভাইরাস সংক্রমিত মরদেহের দাফনের জন্য দশজন আগ্রহী স্বেচ্ছাসেবী চেয়ে অফিশিয়াল ফেসবুক আইডিতে গত ৬ এপ্রিল সকালে একটি পোস্ট দিয়েছিলাম। তার ধারাবাহিকতায় দু’টো দল আমার সাথে যোগাযোগ করেছে। ‘নুসরাহ দাফন টিম’ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার ১০ জন করে ২০ জন আলেম স্বেচ্ছায় এ কাজে অংশশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
এদের মধ্যে নুসরাহ দাফন দলে আরও রয়েছেন; হাসান বিন মুমিন, মো. হাবীবুল্লাহ মুসাফীর, মাওলানা জাফর উল্লাহ, মাওলানা হাফেজ আবদুল্লাহ, হাফেজ কাউছার বাঙ্গালী, আবদুল কাদের মাসুম, মো. আবদুল জাব্বার, মাওলানা ইসমাইল, হাফেজ আতিকুল্লাহ ও মির হোসেন।
অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার দরে রয়েছেন; মাওলানা একরামুল হক ভূঁঞা, মাওলানা রফিকুল ইসলাম ভুঞা, আবদুল হাই সুমন, মাওলানা আবদুল আজিজ, মাওলানা আলাউদ্দিন সাভেরী, ক্বারি মুহা. আবুল খায়ের, ক্বারী সানাউল্লাহ আশেকী, মুহা. আবদুল করিম, মুহা. জাহিদ হাছান, মুহা. গোলাম কবির, মুহা. আবদুল আওয়াল, মুহা. মোহসিন।
চট্টগ্রামের হাটহাজরী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. হাবীবুল্লাহ মুসাফীর বলেন, সদর ইউএনওর একটি পোস্ট দেখে আমি পরিকল্পনা করি। পরে আমার কয়েকজন সদস্যের সালে আলাপ করি। পরে সকলে সম্মতি দেওয়ায় বুধবার সকালে ইউএনও অফিসে যেয়ে আমার আমাদের তালিকা ইউএনও মহোদয়কে হস্তান্তর করি দিই।
তিনি আরে বলেন, মরদেহ ব্যবস্থাপনায় আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে ইউএনও আমাদের জানিয়েছেন। মো. হাবীবুল্লাহ মুসাফীর বর্তমানে বাংলাদেশস্থ সৌদি দুতাবাসে কর্মরত রয়েছেন।
নুসরাহ দাফন টিমের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উর্দু সাহিত্যে পাশ করা হাসান বিন মুমিন বলেন, ‘আমরা ইতোমধ্যে দেখেছি করোনার ভয়ে মুসলমানের মরদেহ দাফনে শরীয়ত অনুসারে পালনীয় বিষয়গুলো সম্পন্ন করতে কেউ এগিয়ে আসছে না। বিশ্বের বিভিন্ন দেশে মরদেহের ভিডিও দেখে খুব খারাপ লাগলো। আক্রান্তদের যারা জীবিত তারাওতো জীবাণু ছড়াচ্ছে। কিন্তু ডাক্তাররা বসে নেই, চিকিৎসা করছেন। তাহলে আমরা কেন মরদেহের প্রাপ্ত সম্মানটুকু দিতে পারবো না। আামাদের দলের আহ্বায়ক মো. হাবীবুল্লাহ প্রথম উদ্যোগ নেন। এরপর আমরা দশজন একত্রিত হই এবং ইউএনও অফিসে যোগাযোগ করি। আশঅ করছি আমরা প্রশিক্ষণ পেয়ে সবকাজ সঠিকভাবে করতে পারবো।’
এদিকে অপর আরেকটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার স্বেচ্ছাসেবক আবদুর রাজ্জাক বলেন, ‘একজন মানুষ যদি মারা যান তার দাফন কাফনের বিষয়ে শরীয়তের নির্দেশনা রয়েছে। যদিও করোনা আক্রান্ত মৃত মানুষের দেহ নিয়ে চরম ভীতি রয়েছে, তবু আমরা এ দায়িত্ব নিতে চাই। আমরা মানবিক দায়িত্ববোধ থেকে এ সিদ্ধান্ত নিয়েছি।’
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা আরো জানান,হিন্দুধর্মাবলম্বীদের মরদেহ সৎকারে পাঁচ স্বেচ্ছাসেবক প্রয়োজন হলেও তিনজনের একটি তালিকা আমাদের একজন অফিস সহকারি সংগ্রহ করেছেন। এছাড়াও একজন হিন্দু নারী স্বেচ্ছাসেবক প্রয়োজন রয়েছে। আশা করছি আমরা নারী স্বেচ্ছাসেবক দ্রুত পেয়ে যাব। সবাইকে পেয়ে গেলে আমরা তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করবো।
প্রসঙ্গত, ফেনীতে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তাদের দাফনের জন্য প্রস্তুত রাখা হয়েছে ফেনী পৌরসভার নিজস্ব কবরস্থান সুলতানপুর পৌর কবরস্থান। গত ২৫ মার্চ সুলতানপুর পৌর কবরস্থান পরিদর্শন করে নানা দিক নির্দেশনা প্রদান করেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। এই সময় সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন, ফেনীর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান, ফেনী পৌরসভার মেয়র আলা উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আজিজুল হক উপস্থিত ছিলেন।

- মাওলানা ত্বহার হোয়াটসঅ্যাপ-ভাইভার অন; বন্ধ মোবাইল ফোন
- কে এই মাওলানা ত্বহার ২য় স্ত্রী সাবিকুন নাহার?
- আওয়ামীলীগের ধর্মীয় উন্নয়নকে ব্যাহত করতে ত্বহা ষড়যন্ত্র
- স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা
- দেশে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৬৪
- কিট যুক্তরাষ্ট্রে পাঠাতে লবিং করেছেন শামসুল আলম ও সরদার সাদী
- ঢাকার বাইরের শ্রমিকদের আসার প্রয়োজন নেই, বেতন পৌঁছে দেওয়া হবে
- ধান কাটতে যাননি, ধানকাটা মেশিন নিয়ে হাজির মাশরাফী
- মাকে নিজের পাশে বসা দেখছিলেন, মৃত্যুর আগে ইরফান খান
- ইফতারে প্রাশান্তি দেবে দই বেলের লাচ্ছি
- মাত্র ৩৭ দিনে ভেন্টিলেটর বানিয়েছে নাসা
- দেশে প্রথম ব্যক্তি উদ্যোগে স্থাপিত করোনা টেস্টিং ল্যাব উদ্বোধন
- এমপিওভুক্ত হলো ১৬৩৩ শিক্ষাপ্রতিষ্ঠান
- একযোগে কাজের অঙ্গীকার ব্যক্ত করে শেখ হাসিনাকে মোদির টেলিফোন
- মৃতের সংখ্যা ২ লাখ ২৮ হাজার ছাড়াল
- ফুলগাজীতে মাদ্রাসা ছাত্র বলাৎকার মামলার আসামী এমরান গ্রেপ্তার
- ডাকাতিকালে ছাত্রী ধর্ষণ : জড়িত আরো এক আসামী গ্রেপ্তার
- ফেনীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন ৩৯ লাখ ৯২ হাজার টাকা
- দাগনভুঞার বাড়িতেই চিকিৎসা নিবেন করোনা আক্রান্ত নারী
- সোনাগাজীর করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের নমুনা নেগেটিভ
- ফেনীতে করোনার নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্যকর্মীরা
- দাগনভুঞায় উপসর্গ ছাড়াই সরকারি কর্মকর্তা করোনায় আক্রান্ত
- নিতান্ত বাধ্য না হলে বিদেশেই থাকার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- ফেনীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন ৩৯ লাখ ৯২ হাজার টাকা
- আক্রান্ত নারী জায়লস্করের বাসিন্দা
- ফেনীতে সরকারি সহায়তা এসেছে ৭৭ লাখ টাকা ও ১৭শ ৪৮ টন চাল
- করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায়
- দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু
- জামায়াত নেতার সঙ্গে ডা. জাফরুল্লাহর যেসব কথা হয়
- বাইরের পোশাক শ্রমিকরা ঢাকায় আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
