ব্রেকিং:
মাওলানা ত্বহার হোয়াটসঅ্যাপ-ভাইভার অন; বন্ধ মোবাইল ফোন কে এই মাওলানা ত্বহার ২য় স্ত্রী সাবিকুন নাহার? আওয়ামীলীগের ধর্মীয় উন্নয়নকে ব্যাহত করতে ত্বহা ষড়যন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা ফেনীতে করোনার নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্যকর্মীরা ফেনীর বিভিন্নস্থানে মোবাইল কোটের অভিযান : ১৪ জনের দন্ড ফেনীতে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিয়েছে ছাত্রলীগ করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের ফেনীর ৭ সরকারি কলেজের একদিনের বেতন ত্রাণ তহবিলে ফেনী ধলিয়ায় গ্রাম পুলিশের বাড়িতে হামলা, আহত ২ মানসম্মত কোন ধাপ অতিক্রম করেনি গণস্বাস্থ্যের কিট পরিস্থিতি ঠিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ আপনিকি করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যকেন্দ্রের কিট ব্যবহারের বিপক্ষে? ফেনীতে বাড়তি দামে পণ্য বেচায় ৭ দোকানের জরিমানা দেশে করোনায় আক্রান্ত প্রায় সাড়ে পাঁচ হাজার, একদিনে মৃত্যু ৫ যুক্তরাষ্ট্রে করোনা জয় করলেন ১ লাখেরও বেশি মানুষ ফেনীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফেনী শহরে ইমাম-মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর উপহার প্রদান ফেনীতে ডাক্তারদের সুরক্ষা ও রোগীদের চিকিৎসা সামগ্রী দিয়েছে বিএমএ করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ছাড়ালো
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ফুলগাজীর মুহুরী ও সিলোনীয়া নদীর বালু তুলে ফ্রি স্টাইলে বিক্রি

ফেনীর হালচাল

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২০  

ফুলগাজী উপজেলার মুহুরী ও সিলোনীয়া নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করছে একটি চক্র। উপজেলার কোথাও সরকার নির্ধারিত কোন বালু মহাল না থাকলেও ওই চক্রের লোকজন ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকায় বছরের পর বছর ধরে বালুর কারবার করছে। এতে করে বড় অংকের রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে পরিবেশও হুমকির মুখে পড়েছে।
গতকাল বুধবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, বেলা ১২টার দিকে সদর ইউনিয়নের উত্তর বরইয়া এয়ার আহমদ ডিলার বাড়ি সংলগ্ন স্থানে একটি মিনিট্রাক (পিকআপ) ও একটি পাওয়ার ট্রলিতে বালু ভর্তি করে বিক্রি করা হচ্ছিল। বিক্রি করা ওই বালু ছাগলনাইয়ার করৈয়া এলাকায় যাচ্ছিল। বালু বিক্রির দায়িত্বে নিয়োজিত উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামীম মজুমদারের ভাই টিপু জানান, প্রতিদিন অর্ধশত পিকআপ ও পাওয়ার ট্রলিতে বিভিন্ন স্থানে বিক্রির জন্য পাঠানো হয়। প্রতি ঘনফুট ১০ টাকা হারে পিকআপ ভর্তি বিক্রি করা হয় ২ হাজার টাকায়। স্থানীয়রা জানায়, তৎসংলগ্ন মুহুরী নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু ওই জমিতে স্তুপ করা হয়।
উল্টো চিত্র একই ইউনিয়নের দেড়পাড়া গ্রামে। সেখানে নদীর পাশে গাছ-গাছালি ঘেরা একটি জমিতে রাখা হয়েছে বালুর স্তুপ। সেখানে প্রবেশপথে একটি বাঁশ ফেলে রাখা হয়েছে। বাহির থেকে ভিতরের বালুর কারবার বোঝার সুযোগ নেই।
উত্তর শ্রীপুর নাপিতকোনা এলাকায় নৌকা দিয়ে বালু উত্তোলন করা হয়। সেখানে কিছু বালু রাখা হয়েছে। অর্ডার পেলেই বালু তোলেন বলে জানিয়েছেন বিক্রির দায়িত্বে নিয়োজিত চাঁন মিয়া। তিনি জানান, এখানে প্রতি ফুট বালু ১৩টাকায় বিক্রি করা হয়।
এছাড়া মুন্সিরহাট ইউনিয়নের কমুয়া ও বদরপুরেও নৌকা দিয়ে বালু উত্তোলন করা হয়। নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী অভিযোগ করেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুল হক ভূঞা রাশেদ ও সাধারণ সম্পাদক শামীম মজুমদার এসব বালু উত্তোলন করে বিক্রি করছেন।
সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম জানান, বালু বিক্রি হচ্ছে আমি জানি, সবাই জানে। প্রশাসন মাঝেমধ্যে ব্যবস্থা নিলে তারা পিছু হটে। এরপর আবার পুরোদমে বালুর কারবার শুরু হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা: সাবিনা ইয়াছমিন ফেনীর সময় কে জানান, উপজেলার কোথাও কোন বালু মহাল নেই। তবুও বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবারও তিনি অভিযানে বের হয়েছেন। তবে কাউকে পাননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ফেনীর সময় কে বলেন, বিভিন্ন সময় অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করেছি। বর্তমানে বালু উত্তোলন কিংবা বিক্রির বিষয়টি আমার জানা নেই। খবর পেলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
জানতে চাইলে জেলা প্রশাসক ও জেলা বালু মহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: ওয়াহিদুজজামান ফেনীর সময় কে বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

 
ফেনীর হালচাল
ফেনীর হালচাল